এ বেলা ফুরাবার কথা ছিল না
কিন্তু ফুরিয়ে গেলো!
এভাবে চলে যাওয়ার স্বপ্ন ছিলো না
কিন্তু চলে যেতে হলো!


এভাবে যাওয়ার কথা আমি কখনো চিন্তাই করতে পারিনি
এভাবে বিদায় নিতে হবে কোনো গোধূলি বেলাতেই ভাবিনি।


বেলা ফুরাবে, জানতাম।
বেলা ফুরায়, জানি।
কিন্তু এভাবে বেলা ফুরাবে কল্পনাও করিনি।বেলা যে এভাবে শেষ হয়; জানা ছিলো না।


চোখের রক্তক্ষরণ
হৃদয়ের আত্ব-দহন
এসব শব্দ জানতাম।
কিন্তু এর গভীর মর্ম অনুভবে ছিলো না কখনো।


এখন আমার চোখের রক্তক্ষরণে প্রশান্ত মহাসাগরও লাল হয়ে যাবে।
আমার হৃদয়ের দহন জ্বালায় পাহাড় পুড়ে ছাই হয়ে যাবে।


প্রশান্ত মহাসাগরের লাল হওয়া আমার হৃদয়ের রক্তক্ষরণে
পাহাড় পুড়ে ছাই হওয়া আমার অন্তরের দহন জ্বালায়
সব সবই আমি মেনে নিয়েও  যদি এমন হতো!
বেলা যদি না ফুরাতো!
যদি বেলা শেষ না হতো!


রচনাকাল
দুই হাজার একুশ নয় একুশ
মঙ্গলবার
চরমোনাই মাদরাসা অডিটোরিয়াম (নয়া দারুল হাদিসের রুম)