বিপ্লবীদের কোনো স্বপ্ন থাকতে নেই


আশা স্বপ্ন ভালোবাসা,
বিপ্লবীর জীবনে শূধু দূরাশা।
বিপ্লবীদের মনে প্রেম থাকতে নেই,
বিপ্লবীদের কোনো স্বপ্ন থাকতে নেই।


বিপ্লবী! দূর্জয় নির্ভয় দৃঢ়প্রত্যয়ী,
বিপ্লবী! দুঃসাহসী চির বিজয়ী।
বিপ্লবীদের কোনো বৃত্ত বা গৃহ থাকতে নেই,
বিপ্লবীদের কোনো স্বপ্ন থাকতে নেই।


বিপ্লবী! অকাতরে পেশ করে কোরবানি,
বিপ্লবী! ইতিহাসের কিনারে রচে বিজয় কাহিনী।
বিপ্লবীদের কোনো মন থাকতে নেই,
বিপ্লবীদের কোনো স্বপ্ন থাকতে নেই।


বিপ্লবীদের স্বপ্ন হবে বিপ্লব,
বিপ্লবীরা করবে বাতিল পরাভব।
বিপ্লবী! মানুষের মুখে হাসি ফোটাবে,
বিপ্লবীর মায়ের মনে হাহাকার থাকবে।


বিপ্লবীর গৃহ হবে অনাবাদ,
বিপ্লবীর হাত ধরে হবে শত গৃহ আবাদ।
বিপ্লবীর অন্তরে না পাওয়ার বেদনা থাকবে,
বিপ্লবীর কারণেই অগুনতি হ্রদয় শান্ত-শীতল হবে।


বিপ্লবী! পাহাড় পরিমাণ পরিশ্রমী হবে,
বিপ্লবী! নির্ঘুম রাত জেগে পাহারাদারি করবে।


আমি বিপ্লবী হবো-
মানুষের মুখে ফোঁটাবো হাসি,
আমি বিপ্লব ভালোবাসি।


রচনাকাল →
২৭-০৩-১৮ ঈসায়ি
মঙ্গলবার
শহীদ বাড়ীয়া।