হুমাই ইসলাম কি মারাম দা
               -ইউসুফ মানসুর


আমি একটি পৃথিবী গড়বো
হ্যা,
আমি এমন একটি পৃথিবী গড়বো
যেখানে মুক্তি আনন্দেই তুমি হাসবে।
যেখানে "ইসলাম" হবে সকলের দাদা
হুমাই ইসলাম কি মারাম দা।


যেখানে নারী একা পথ চলবে রুপসা থেকে পাথুরিয়া
যেখানে মানুষ নিশ্চিন্তে গুমাবে দ্বার খুলিয়া।
নিশ্চিন্ত পৃথিবী গড়ার তরে উপেক্ষিত হবে সব বাধা
হুমাই ইসলাম কি মারাম দা।


যেখানে শীতের রাতে লেপছাড়া গুমাবে না কেউ,
যেখানে কখনো বাধাগ্রস্থ হবে না বাংলা নদীর ঢেউ।
স্রোতস্বিনী নদী গড়ার তরে মানবোনা কোনো বাধা
হুমাই ইসলাম কি মারাম দা।


যেখানে ঈদের রাতে সীমাহীন খুশিতে হাসবে শিশু,
যে সীমানায় বঞ্চনার শিকার হবে না রাম এবং যিশু।
সাম্যের আবাসন তৈরির জন্য অতিক্রম করি সকল বাধা
হুমাই ইসলাম কি মারাম দা।


যে মাটিতে মুক্তি আনন্দে হাসবে আমার প্রিয়া,
যে যমিনে খুশি হবে আমার মা সিজদায় গিয়া।
এমন যমিন প্রস্তুত করতে মানবোনা কোনো বাধা
হুমাই ইসলাম কি মারাম দা।


আমরা আল্লাহর পক্ষের লোক
হাতপাখা নিয়ে আসবে শান্তি-সুখ।
ইসলাম বিজয় হলে ভালো হবে সব গাধা
হুমাই ইসলাম কি মারাম দা।


আমি এমন একটি দিন নিয়ে আসবো
আমি সেদিন মুক্তি আনন্দে হাসবো।
আমি নিঃশেষে বিলিন করি সব বাধা
হুমাই ইসলাম কি মারাম দা।


নোটঃমণিপুরি আঞ্চলিক ভাষায়-হুমাই ইসলাম কি মারাম দা-এর অনুবাদ হলো "হাতপাখা ইসলামের পক্ষে।