বাংলা ভাষা
মায়ের ভাষা
খোদার সেরা দান,
ভাষার জন্য
দেশের জন্য
জীবন করি দান।


জীবন বাজী
হয়েছি গাজী
মক্ত করেছি ভাষা,
করেছিলাম পণ
লড়েছি আমরণ
পূর্ণ হয়েছে আশা।


দীনের তরে
সবার তরে
দেশকে মোরা গড়বো,
মায়ের মত
প্রাণের মত
ভাষাকে ভালোবাসবো।


ভাষাই যে রত্ন
লালিত স্বপ্ন
ওগো প্রভূ মালিক আমার,
পূর্ণ হোক
সত্য হোক
দেশ যেনো হয় শূধু তোমার।।