[ মালিবাগ শহীদ স্বরণে ]


শহীদি ঈদগাহে আজ দেখো
লাখো শহীদের মিছিল
শহীদি মিছিলে শরীক হতে চল
একসাথে হই শামিল।


লালে লাল রক্তে ভরে গেলো রাজপথ
শহীদেরা তবু ভয় পায়নি
শত লোভ প্রলোভনে শহীদেরা কভু
মাথা নত করেনি।
আমামা বাঁচাতে পাড়ি দিল তারা
যা ছিল রক্ত পিচ্ছিল...


বন্ধু স্বজন পরিবার প্রিয়জন
দূরে ফেলে
নির্ভয় নির্ভীক সাহসী বুকে
শহীদেরা পথ চলে।
অবিরাম সাধনায় বিপ্লবী চেতনায়
বিজয় করে দু নিখিল...


বিজয় মিছিলে শামিল হয়নি
তারা ভবে
প্রেরণা যোগাবে শত- হাজারো
বিপ্লবে।
বিপ্লবের স্বপ্ন বুকে হয়েছে তারা
জান্নাতে দাখিল...


এসো তবে হাত তুলে করি মুনাজাত
প্রভু তুমি আমাদের দিও শাহাদাত।


রক্তে রক্তে শহীদি মিছিলে...
রক্তে রক্তে শহীদি ঈদগাহে...
করহে শামিল, কর হে শামিল।