আমি যদি লিখতে পারতাম
আমার রক্তের ফোঁটা দিয়ে
তোমার নাম!


আমি যদি আঁকতে পারতাম
আমার শরীরের গোশত দিয়ে
তোমার নামের ক্যালিগ্রাফি!


আমি যদি বলতে পারতাম
আমার জবানের সব শব্দ দিয়ে
তোমার নামের প্রশংসা গাথা!


আমি যদি সঁপে দিতে পারতাম
আমার সব অঙ্গ - সময়
তোমার জন্য!


আমি যদি কুরবান হতে পারতাম
তোমার নামের উচ্চতা বর্ণনায়!


আমি যদি পারতাম
তিল তিল করে এ জীবন দিয়ে দিতে
তোমার আনিত জীবন বিধান বাস্তবায়নে!


আমি যদি পারতাম!!
হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!


সাগর- পাহাড়কে এক করে
তোমার নাম লিখে দিতে!!


রচনাকাল-
দুই হাজার একুশ নয় সাত
মেঘনা থেকে কীর্তনখোলায় প্রবেশ মূহুর্তে।
রাত দুইটা তেইশ