এই পৃথিবী তোমাদের আগমনে আনন্দিত ছিলো
তোমাদের পদস্পর্শে পৃথিবী আলোড়িত ছিলো
তোমাদের তাকবিরে জোড় কণ্ঠে আওয়াজ দিলো
তোমাদের দেখানো রেখাচিত্রে পথ চলছিলো।


একসাথে বহুদিন চললে প্রিয়জনকেও অপ্রিয় মনে হয়
একসাথে গন্তব্য ছুটলে প্রতিযোগীকেও প্রতিদ্বন্দ্বী মনে হয়
একসাথে দুই ঘোড়াও অন্যকে পিছে ফেলে নিজেকে আগে নিতে চায়
তেমনি “পৃথিবী ও তোমরা” একসাথে বহুদিন চলার কারণে আগে যেতে চায়।


পৃথিবী আগে গেল এবং তোমাদের থেকে দূরে চলে গেলো
পৃথিবী তোমাদের প্রতিদ্বন্দ্বী হল এবং মহা ভুল করলো
পৃথিবী তোমাদেরকে ভুল বুঝলো এবং পথ হারালো
পৃথিবী তোমাদেরকে হারিয়ে অস্থির-অশান্ত হয়ে গেলো।


এবার! হতাশা নয় আশা এবং স্বপ্ন দেখাও আবার
আলোড়িত করার তরে তোমরা এসো আবার
পৃথিবীকে তার আনন্দ এবং শান্তি দাও পুনঃবার
তাকবির দাও,আল্লাহু আকবার আল্লাহু আকবার।


(দুই হাজার বিশ এগারো একুশ)
বৃহঃবার, ঢাকা।