ভাঙ্গা রাস্তায় ভাঙ্গা গাড়ী চলে
ভাঙ্গা গাড়ীর ভাঙ্গা সীটে
ভাঙ্গা মোবাইল ভাঙ্গা মুঠে
ভাঙ্গা ভাষায় ভাঙ্গা ছেলে কথা বলে।


ভাঙ্গা নদীর ভাঙ্গা ঢেউয়ে
ভাঙ্গা নৌকায় ভাঙ্গা পালে
ভাঙ্গা নাবিক ভাঙ্গা চলে
ভাঙ্গা বৈঠায় গতি হারিয়ে।


ভাঙ্গা বাড়ীর ভাঙ্গা জানালায়
ভাঙ্গা মনে ভাঙ্গা চোখে
ভাঙ্গা কিশোর ভাঙ্গা মুখে
ভাঙ্গাদেরে বলে;দেশ গেলো ভাঙ্গায়।


রচনাকাল---
১১ জুলাই'১৮ বুধবার
পুরানা পল্টন