বন্ধু বলতো ''বিশ্বাস পরম অধর্ম'
মানেটা বুঝতামনা।
সেই ছোট বেলার কথা
বয়স পনেরো ষোল।
কিছু মানুষ
অল্প বয়সেই বুঝে অনেক।
আমার সেই বন্ধুটিকে
হারিয়ে ফেললাম,
অনেক খুঁজি পাইনা তারে।
হেলাল হাফিজের কবিতা
তার ভাল লাগতো।
আমিও অনুভব করি তাকে
হাফিজের কবিতায়
কৈশোরের ভালবাসায়।
অজ বহুদিন পরে মনে সেই প্রশ্ন,
সেই একই জীজ্ঞাসা।
সত্যিই কি তাই?
যে মন অবিশ্বাসের দোলায় দোলে
তার কি ধর্ম নাই?
আমাদের সেই বন্ধুর নাম শহীদুল্লাহ।
ছোট্ট বেলার সাথী,
জীবন চলায় স্মৃতিপটে
সদাই গেঁথে রাখি।
----------------
জেহিন সিদ্দিকী
কাউন্সিলর
বড়লেখা পৌরসভা
মৌলভীবাজার
বাংলাদেশ।
২৩/০৩/২০২১