ফিরতি পথে চলছি মোরা
পৃথিবীর আলোয় জীবনের ফিরে চলা।
নীল গন্তব্য,
অজানা নয় বরং অযাচিত সূচনা।
প্রশ্নের জট প্রশ্নেই খুলো
ওহে অবতার,
সৃষ্টির সেরা তুমি!
কি তোমার জবাব?
চিরতরে হবে বিলীন?
নাকি পরিবর্তন তার?
পাপ অথবা পুন্য,
মুক্তি কিসে?
বিতাড়িত অপশক্তির জন্ম কোথায়?
সে মধুর রহস্যের সৃজক কে?
অনন্ত পথে কোন শক্তিতে মানুষ বলীয়ান?
জীবন্ত কিংবা মৃত?
তবে পুনরুত্থান কেনো?
প্রশ্নের জট প্রশ্নেই খুলো ওহে জীবশ্রেষ্ঠ।
হও যদি তা প্রমান করো,
করো পূন্যকর্ম,
করো অন্নদান অন্নহীনে।
ভিখারীরে দাও যা আছে তোমার,
করোনা সঞ্চয় মিছে আশায়,
সকলের তরে সেজন সহায়।
সৃজিল যেজন,সেজন মহান
সে দয়াময়।