সময়টা হারিয়ে যায় সময়েই
কাঠ,কয়লা জমানো হয়-
জালানো হয়না আগুন।
সত্য আর মিথ্যায় দ্বন্দ,
বৈষম্য সাদায় আর কালোয়
হৃদয়ে রক্তক্ষরণ অনবরত।
গান্ধী মহান আত্মা,
ম্যান্ডেলা কিংবা মুজিব।
আরাফাত,সাদাত,ফিদেল ক্যাস্ট্রো,
ফাসীর দড়িতে প্রান দেওয়া ক্ষুদিরাম।
কবিতায়,গানে বিস্ফুরিত নজরুল,
সিআইএর ষড়যন্ত্রের ক্যান্সারে
অসময়ে শেষ হয়ে যাওয়া বব,
রক্তে লেখা চরমপত্রের সুকান্ত,
কালো মানুষের আদর্শ ম্যালকম।
সকলেই অতীত না দেখা দেশে  
সভ্যতার প্রশ্নে মানবিক,মৃত্যুন্জয়ী,
মৃত্যুহীন প্রান।
সময় বদলায়,হয় আয়োজন ঝন্জার
প্রতিবাদী রক্ত করেনা আঁতাত
নাহোক মরন স্বভাবিক তার।
আছে গনতন্ত্র,নাই গনতন্ত্র
সমাসীনা রানী আছে রাজতন্ত্র,
ক্ষমতার মোহে পূড়ে যায় দেখো
মায়াবী অতীত,রক্তের সূত্র।
--------------------------
জেহিন সিদ্দিকী
কাউন্সিলর
বড়লেখা পৌরসভা।১৯/৬/২১