যদি কখনো দেখা হয় নির্জন দুপুরে
মেঠোপথ কিংবা সাগর পাড়ে,
দেখা যদি হয়ে যায় কোন যন্ত্রযানে।
অনিচ্ছায়,অজান্তে যদি হয় দেখা-
আমাকে বলতে দিও অব্যক্ত কথা।
বলতে দিও পৃথিবী সম্পর্কে
যা জেনেছিলাম।
আজও ফুরায়নি
দুর্বাঘাসে কুয়াশার স্নিগ্ধতা,
বিপ্লবীরা রয়ে গেছে তেমনই।
রাজপথে সদা স্লোগান তুলে যে সৈনিক
তার কথা মনে আছে তোমার?
বাউন্ডেলের মতো তার চলাফেরা
তুমি ভয় পেতে,অথচ সে চাইতো-
তার মতো সংগ্রামী হও তুমিও।
আমাকে বলতে দিও
কেমন করে খুন হলো পলাশ,
খোঁজে পাইনি তারে সবুজ সংঘ কিংবা-
চেনা সেই শ্যামল মায়ায়।
জানাতে দিও তোমায় -
কার অপেক্ষায় আজো রোজগারহীন সে।
দূর্নীতির বিরুদ্ধে আজো সোচ্চার,
সত্য ও ন্যায়ের পথে সে নির্ভয়,
তোমাকে জানাতে দিও অব্যক্ত কথাটি
যদি হয়ে যায় দেখা হঠাৎ করেই
বিলাসী ঘরে।
----------------
জেহিন সিদ্দিকী
১০/৭/২১