স্বাধীনতা তুমি খোদার দান
বাংলা ছিল মহাশ্মশান।
পাকিস্তানি বর্বরেরা দেখো
কেঁড়ে নিয়েছে কত তাঁজা প্রান।
বাংলার মজুর বাংলার চাষী
আপন আলয় পিছনে ফেলি।
যুদ্ধে যায় প্রান বাজি রেখে
কত প্রিয়জন, প্রিয়তমা ছেড়ে।
ধর্ষীতা নারীর বিবস্ত্র লাশ
মোদের দিয়ে গেছে স্বাধীন নিবাস
অর্জিত সূর্য পতাকায় লাল
রক্তের ঋন রবে চিরকাল।
দুটি যোগের শোষণ ভাঙ্গি
বজ্রকন্ঠ, উঁচু তর্জনী,
শতবর্ষের সেরা যে জন
ডাক দিয়ে বলে জাগো বাঙ্গালী
--------------------
জেহিন সিদ্দিকী