জীবন অরণ্যের মাঝে যে পথ চলে গেছে
সদূর সাফল্যের পাহাড়ের দিকে
তা কোনদিনই হবে না
ফুল আর পাপড়িতে ভরা
বরং সেই নির্জন পথ হবে কন্টকময়
পাথর নুড়িতে তোমার পা কাটবে
সহসা কোন মায়ামৃগ এসে
পথ ভোলাবে।
তৃষ্ণায় ক্লান্ত হলে 
মরিচিকা ধোঁকা দিয়ে যাবে।
তাই বলে কি পথ চলা থামিয়ে দেবে?


নিশ্চয় নয়
কেন না সেই শ্বাপদ সংকুল পথেও
রাতের নিকষ অন্ধকারে
কিছু নক্ষত্রের 
মিটমিট করে জ্বলা নীলাভ আলোয়
খুঁজে পাবে পথের দিশা।
সেখানেও পাবে রক্তাক্ত জখম
নিবারনের কোন প্রাকৃত ঔষধ
পিপাসা মেটানোর জন্যে নি:স্বার্থ ঝর্না।


সংকল্পে অটুট থেকে পা বাড়ালে
একদিন হয়ত পৌঁছাবে
তোমার কাংখিত গন্তব্যে।