এক পিঠে আলোর খেলা অন্য পিঠে অন্ধকার
একটি দুয়ার খুলে দেখি তার ভিতরে বন্ধ-দ্বার।
স্বপ্ন দেখি যাব দূরে বাস্তবতায় পড়ে রই
যাকে আমি আপন ভাবি সে আসলে থাকে কৈ!
নীল-দুঃখের ভেলায় চড়ে সুখ-নগরে যেতে চাই
স্বর্ণ ভেবে সারা জীবন উড়িয়ে গেলাম ধুসর ছাই।
যত খানি চাওয়া আছে, হবে না সে পূর্ণ ।
এক এক যোগ করে ফলাফল যে শুন্য।
এই জীবনের রেইসে কেন অকারন লড়ি
পারি যদি সত্য আলোয় মনটাকে গড়ি
জ়ীবন খেলায় জয় না পাই যদি শুধুই হারি
ইচ্ছে আমার
আমি যেন সত্যিকারের মানুষ হতে পারি।