বলবনা, আমার সাথে বিস্মৃতির অতলে হারিয়ে যেতে,
শুধু জানতে চাইব, বিস্মৃতির অতলে ডুব দেবার সময় আমার সঙ্গী হবে কি?


বলবনা, আমার সাথে জোৎস্না স্নানে যেতে,
শুধু জানতে চাইব, মধ্যরাতের জ্যোৎস্না বিলাসের সঙ্গী হবে কি?


বলবনা, চায়ের কাপে আয়েসি চুমুক দিইয়ে বৃষ্টিতে ভিজতে,
শুধু জানতে চাইব, বৃষ্টিভেজা ভোরে আমার সঙ্গী হবে কি?


বলবনা, কুয়াশার চাদর গায়ে জড়িয়ে সবুজ ঘাসের বুকে ছুটে চলতে,
শুধু জানতে চাইব, শিশিরসিক্ত ভোরের প্রকৃতি দেখবার সময় হবে কি?


বলবনা, ইকারুসের মত মোমের ডানায় ভর করে সূর্যপানে ছুটে চলতে,
শুধু জানতে চাইব, অসম্ভবের পথপানে ছুটে চলতে আমায় বাঁধা দেবে না তো?


বলবনা, রংধনুর মাঝে তোমায় বিলীন হতে,
শুধু জানতে চাইব, আমার সাতরঙা স্বপ্নের সারথি হবে কি?


তোমার অপক্ষায় গুনছি প্রহর,
প্রজাপতির রঙ্গিন ডানায় ভর করে, তুমি আসবে কি?


বাসন্তী সাজে, মোহিনীরূপে তুমিই কাদম্বিনী,
আসছ তো?