পদচিহ্ন রেখে তুমি আজ আছো অজানায়,
আকাশ বাতাস মাটি ফুল ফল স্মরণে তোমায়-
আমি, আমরা এখনো চলি এই পথ ধরে।
সেই ধূলি কণা মাঠ ঘাট ঝরা পাতা চোখে পরে,
যা কিছু যেমন ছিল তেমন আছে শুধু তুমিই নাই
তবুও তোমায় হৃদয়ের মাঝে খুঁজে পাই,
অই মুখে নিয়ে হাসি মন দিয়ে কবিতায়
এক পৃথিবী ভাবনা নিয়ে বসে আছো কেদারায়।
শরীর পোড়ে.. এ রোদ্দুর নদীতে পাল তোলা নাও
মনে হয় ঘামে ভেজা শার্ট.. ছাতা হাতে এই যাও
সারি সারি নিন্দুকেরা দাঁড়িয়ে থাকে বৃক্ষের মত
বুকে চেপে ধরে না বলা অশ্লীল ভাষা ছিল যত
ওরাও কষ্ট পায় পানির গ্লাসে কলকলে শুনি
তুমি নাই বলেই ওদের দীর্ঘশ্বাস, ব্যাথাময় ওঠে ধ্বনি।
তুমি নাই বলে কল্প শহর এখনো ভবনহীন
তুমি নাই বলেই অলস দিন গুলি হয় না রঙ্গিন।
তুমি নাই বলে আলোক সজ্জায় হয়না পুর্ন দিপ্ততা
তুমি নাই বলে কবিতায় আসে না তৃপ্ততা।