সকলের অনাহত শরীর - বাড়ছে
মাথা সমান ঋণ - বাড়ছে
মাংসপেশী চুল ও নখ..... বাড়ছে,
এ যেন মৌসুমে আউশের খেত
কেবল বাড়ছে শুধুই বাড়ছে।
জন্ম মৃত্যু মতভেদ বেড়েই চলছে,
লাপাত্তা চালক শুন্য নৌকাটির মত-
মানুষ ফলায় অভিন্ন সোয়াদি ফল।
জ্বালও পোড়াও কুশল বাড়ছে
বাড়ছে নদীতে ফাঁদ ফেলার মেশিন-
জেলে, অনাহার, মাছ শুন্য নদী
পথের জলাবদ্ধতা বেওয়ারিশ কংকাল
পচা লাশ গন্ধ
বাড়ছে বাড়ছে আরও বাড়ছে।
পদে পদে শাসন বাড়ছে
পথে পথে শোষণ বাড়ছে
এখানে কেউ হারতে চায় না বলেই-
ভয়াল হার বাড়ছে।
দয়াময়,
তুমি অন্ধকার পথে জ্বেলে দাও আলো রশ্মি
অর্থহীন খেলা হতে মুক্ত করো
দেখাও উম্মুক্ত জগতের পথ।