একটি কবিতার জন্য আমাকে তোমার কাছে নিয়ে আসব
রাত জাগবো আবার,
হাতে হাত রেখে চাঁদ কলংক কেমন ? গল্প জুড়ে দেব
কথা হবে নদীর মিলন ভাঙ্গা গড়ার, চাঞ্চল্যকর।
একটি কবিতার জন্যই
কাগজ কলমে এক শত কুমারী হবে মা,
ফটোকপির যন্ত্রে ঘটাবো গর্ভপাত।
ড্রেসিং বাস্কে ফেলা গলা কাটা মুরগির মত
দোষী সাব্যস্ত পিতারা মাথা পেতে লবে শাস্তি।
একটি কবিতার জন্য একদল কবুতর পাঠাব
সাগরের সকল জল শুষে লওয়ার আদেশ লয়ে
ভোরের শিশির খেয়ে পরিতৃপ্ত সূর্যটার কাছে যাবে বার্তা।
এটাই প্রথম,
আমার একটি কবিতার জন্য
কেলের শিশু মায়ের স্তনে বসাবে কামড়।
কুকুর ছানা হাতির শুঁর নিয়ে করবে খেলা।
হরিণের শিং মাথায় নাচবে ময়ূর।
একটি কবিতার জন্য তুমি বাসর ঘরে বসে থাকবে একা, অপেক্ষা।
আমি মাটি খুঁড়ে বের করব মৃত কংকালের ঘর সংসার
সজারুর পিছু নেব সিংহিনীর চোখে তুলে দিয়ে ঘুম
ইঁদুরের গর্তে ঢেলে দেব সমস্ত শরীরের ঘর্মাক্ত রস
তোমাকে নিয়ে লিখব এমন একটি কবিতার জন্য।