তোমরা যারা উল্টো পথিক
জীবন পথে তাই,
দেখে গেলাম একটুখানি
রাগ করোনা ভাই।
শিস বাজিয়ে ওড়না ধরো
হাসলে বুঝি খুব,
তার ব্যথাই আমার ব্যথা
লজ্জাতে দেই ডুব।
বলছি মনে আসছে যা তা
চলি নিজের মত,
আকাশ যেন হাতের ছাতা
নদী বুকের ক্ষত।
ঠোটের ডগায় অট্টহাসি
বৈশাখের লfঞ্চনা,
বুঝলে কি গো কেন এই
বেঁচে থাকা যন্ত্রণা।
কছিন দেখেই কঠিন হব
কঠিন হবে মন,
পাগল দেখেই হাস যদি
করবো আয়োজন।
জ্যৈষ্ঠে পাঁকা কাঁঠাল যেমন
তেমন চের বুক,
অথৈ জল নদীর মতন
পাও যদি গো সুখ।
আমার সাথে এমন করো
যা কর ওই পথে,
ভেবেই দেখ একটি বার
করছো নিজো সাথে।
উষার ভালে ফেল চুম্বন
এই পথ ছাড় না,
নোঙ্গোর তোলো তাকাও বোঁঝ
নব আলো দোলনা।