বহুকাল ধরে হাঁটিতেছি...............,
মাটির ওপর মহা শূন্যে মেঘে মেঘে
গ্রামের পাশ দিয়ে যত দূর চোখ যায়
নদীটার ঘোলা জলে সাদা রং হাঁসেরা
ঢেউয়েরা কেমন বিষাদ কৌতহলে কাটছে সাঁতার।
এই পাড়ার সমস্ত অক্ষম ব্যক্তিরা
আমাকে এটুকু অবজ্ঞা চায়না দিতে
যা দিয়ে তুলনা দেব প্রিয় মানুষ গুলির
সুখ, বড় ভৌতিক যে, আর এর ভয়
সাজানো গোছানো এক যন্ত্রণার ফাঁদ।
নিদ্রার সপ্নকে ফাঁকি দিতেই এখানে আসা
আমাকে তোমরা চিনবে না হয় তো কখনো।
শোনো,
ফেলে দেওয়া কুলির সিগারেট
কুড়িয়ে যে খায় আমি সেই,
সেই প্রিয় মানুষের অপ্রিয় মূর্তিটা জীবনের খোঁজে....।