তোমরাই সুখে থাকো সুখের পৃথিবী হোক
পুস্পালোকিত উঠানে আসুক অমরাবতী।
তোমাদের হুংকারে আমার রুদ্ধ হোক শ্বাস।
এই ঘর অন্ধকারে অন্ধকারে ঢেকে যাক
ধরুক নিঃফল বৃক্ষে ফল, শুভ কামনায়
আমি আমাকে চিনি না আমি তোমাকে চিনি না।
এত দিনে যা লিখেছি তবে কি সব রক্তে ভিজাব বলেই?
আমার অতিষ্ট ভালবাসার দাহন পোড়ে দাবানল,
এর কষ্ট আরো ভংকর ভাবে তাড়ায় সুখের পাখি।
মুক্তি দিলাম তোমাকে ফুৎকারে উড়ে যাক তামাশার তাস
তার পর যাকে বেশি ভালবাসবো সে আমার লাশ।
কবর থেকে যে অন্ধকার ছুটে আসে প্রিয়ার মতন
আমাকে আগলে রাখে যেন এক পাল হরীণের জননী এখন।
আমি শান্তি চাই
তুমিহীন একান্ত আমার যৌবনের শান্তি
আমি শান্তি চাই
সাদা মেঘ হয়ে মুক্তানন্দে আকাশ ছোয়ার শান্তি
আমি শান্তি চাই
আমি শান্তি চাই।