মনের দোলায় দোল খেলে
যায়, দোলের পুতুল,
মানুষ কী হায় রং চেনেনা?
কি সে আশায় রঙিন করে
এমন মধুর কালো চুল।
গাঁধার পিঁঠেই ঘোড়ার চাবুক
গাঁধা কি আর ছুটবে ভাই,
আজ আমরা অবোধ শিশু
ধন ভেবেছি চুলোর ছাই।
বাসন বসন ভাগ করি
তবু রক্ত দেয় পিছুটান,
দিলে আঘাত নিজের বুকে
কই থাকেরে জাতির মান।
বুঝলি না হালের বলদ
লাঙ্গল জোয়াল কাঁধে তোর,
সূর্য, চাঁদরে যায় কি ঢাকা
রাত ফুরিয়ে আসলে ভোর।
মা’র ছেলে মা’র পেটে রবে
এমন ভাবিস যদি কেউ,
জল থাকিলে নদীর বুকে
কম হলেও উঠবে ঢেউ।
ঝড় হবেই শ্বাসের শ্বাস
জোয়ান ত্রাসের গতি ফের
জাগলে এ জাতি হুঙ্কারিয়া
তুষের দহন পাবি টের।
বিপদ ছাড়িয়া আয় পথে
নইলে কুপথে পথে মর।