আজকে আমার মনের মাঝে জাগলরে কি ঝড়
দিনের আলোয় আলোর ভেলায় কাপছি থরথর।
হাঁটছি যতই যাচ্ছি ততই মুখ থুবড়ে পড়ি
ঘুম জেগে আজ দেখছি যা সব ঝাপটে কেন ধরি?
ফুলের টবে ফুল ছিল না ছিল বিড়াল শুয়ে
এখন সেথায় থোকায় থোকায় পড়ছে যেন নুয়ে।
ডালিম শাখায় পাখির বাসায় জন্মালো দুই ছাঁ
জল ফড়িং এর রঙিন ডানায় চমকালো এই গাঁ।
তাই ঝম ঝমা ঝম বৃষ্টিপড়ে মিষ্টি রোদের গায়
বাটুল মামায় পড়লো থপাস চড়তে গিয়ে নায়।
চনায় যখন গোয়াল ধোয়ায় মাথা ধরায় সুদ
গাভীটার আজ প্রসব হওয়ায় বালতি ভরা দুধ।
শীতের মজা রসের পিঠায় শিশির মাখা ঘাস
ঘরের সিকায় তাকাও হুলো বল না রে কি চাস?