আর আমি তুলব না কোন ফুল,
আর আমি, মারাবো না কোন দিন
ধান বোনা কৃষকের ক্ষেত আর।
না, আর নয় ও চোখে চোখ রাখা
সুখের পায়রা অসুখে খাঁচাতে
দেখে যাক আর একটি মরন।
ভালবাসা ঠিক যেখানে জন্মায়
সেখানেই বাড়ে কষ্টের পরাগ।
হৃদয়ের গলিতে কষ্টের ছায়া-
সেই আতুর ঘরের ছোঁয়াছুঁয়ি,
যেন একবার দেখে যাবে কেউ
এই পঁচা দেহে কত প্রাণী বাসা
বেঁধেছিল।
সোনার হরিণ যার সেই বুঝে
নড়বড়ে দোর কত ভঙ্কর
আমিতো মানুষ জীবিত আঙ্গার
ইট স্পাতের কুইনের মতো।
আর আমি শুনব না কোন বাঁধা
লিখে যাবো যত কথা আছে বাকি.....।