এই পারে আমি আর অই পারে তুমি
মাঝখানে নদী আর সব মরুভুমি,
এক মুঠো আলো বাকি সব টুকু কালো
মেঘের পাল্কিতে নীরবতা এলো।
সেই এক দৃশ্য-
রাত আর দিন যেন সিনেমার জুটি
আমি যে দাড়িয়ে আছি মলিন বিদ্যুৎ খুঁটি,
হিং¯্রাে কুমির জলের সাথে ভেসে আসে।
অদূরে অশেষ অপেক্ষা...........।
আমার পুরুষ ঝাপ দিতে ছুটে যায় বারে বারে,
লজ্জায় উঁড়তে গিয়ে ব্যর্থ হয় বালি হাঁস
আমার উঠানে দাহণ ঝরায় বারমাস।
আমার বীর্যেরা পুড়ে পুড়ে জন্ম দেয় ক্ষমা
আমি ক্ষমা ধনে ধনোবান হে আমার প্রিয়তমা।