আজ ধরেছি মশাল,নাহি রবে আঁধার
ঘুচিবে তিমির রজনি,
দেখো দেখো এই, উদিতেছে আবার
জাগ্রত পূর্ণ রবি।


সঢৌল দেহে বারুদ লেপে
নেমে পড় রণক্ষেত্রে,
লৌহ-কপাট স্তম্ভিত ক্ষেপে
মোড়িবে ওদেরই হাতে।


উঠোরে জাওয়ান হও আগুয়ান
দেখ্ কাঁদছে জন্মভূমি,
লোহিত রং এ রাঙানো শ্মশান
অস্থির এককোষি-বহুকোষি।


যদিও সীমান্ত-প্রহরি ঘুমন্ত নাহি
আগ্রাসনে দস্যু দল
অশ্রুও আজ দিয়েছে পাড়ি
আছে কি আর বল!


মরিতেছে আজ দিকে দিকে লাশ
পুড়িতেছে ঘর বাড়ি
হাসিতেছে যত হায়নার জাত
খসছে নিরব হাড্ডি।


কি হবে বলে লাভ নেইরে
ডাকছে তরে চারিদিকে
মশাল হাতে সহসা চিত্তে
রুখ অন্যায়ের প্রতিবাদে।