সীমাহীন দূরত্বে দৃঢ় বিশ্বাসের মেল-বন্ধন
কুহেলিকার নষ্ট অস্থিরতার
স্বার্থপরতায় মিশ্রিত কলুষে,
আমৃত্যু চলছে সন্দেহের পোষ্টমর্টেম
অবহেলায় বিবেচ্য জ্ঞান পরিণত আজ
দ্বিধাগ্রস্থ আত্মার অবিশ্বাসের প্রশ্নে।


নির্জনতার গাড় রাত্রির অন্ধকারে
সমাপ্তহীন আর্তমৌন কান্না
বোধের দেয়ালে করাঘাত করে,
অনিয়ন্ত্রিত মলিন অনুভুতি খুঁজছে
বিষাক্ত ভালোবাসার বিড়ম্বনায়
নিজস্ব নারীর নষ্ট হবার অবসরে।


চারিদিকে আত্মহননের ডাকে
একজুট যত মিশ্র সমাজ
উড়ছে সূতো ছেড়া ঘুড়ি হয়ে,
অন্ধকার লেম্পপোষ্টের অবিশ্বাস কালে
ঘরে-বাইরে ঘুরছে বিশ্বাসঘাতক
মরছে মোমবাতিটি ভয়ে ভয়ে।


সত্যের সমার্থক আজ অবিশ্বাস
মনের অজান্তেই ঘটাবে সর্বনাশ
নির্ধিদ্বায় ঐ বিশ্বাস আমার কাছে,
ডেফিনেশন-ইলাবরেশনে মুক্ত হস্তে চলে
বিশ্বাসের পঙ্কিল লোডশেডিং
ক্ষণজন্মা চিরস্থায়ী বন্দবস্ত অজুহাতে।