বাংলা আমার ভালবাসা
বাংলা আমার আশা
বাংলা আমার জীবন মরণ
বাংলা আমার ভাষা ।
বাংলা আমার ঈসা খাঁ
তিতুমীর লক্ষ্য বিপ্লবীর নাম
বাংলা আমার সুর্য সেন
প্রীতিলতা, কিশোর ক্ষুদিরাম ।
বাংলা আমার বায়ান্নোর একুশে
ফেব্রয়ারী আত্ম ত্যাগের দিন
বাংলা আমার রফিক শফিক জব্বার
লক্ষ্য শহিদের রক্ত ঋণ ।
বাংলা আমার উনসত্তোরে আসাদের
রক্তমাখা ষার্ট
বাংলা আমার শহিদ মতিউর
এক জ্বলজ্বলে স্বাধীনাতার পোষ্টার ।
বাংলা আমার মায়ের মাথার ঘোমটা
বোনের সিথির সিঁদুর
বাংলা আমার প্রেয়সির চোখের কাজল
জারি সারি ভাটিয়ালী সুর।
বাংলা আমার বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ।
এবারের সংগ্রাম স্বাধীনাতার সংগ্রাম।
এর পর বাংলা আমাদের হলো ।