চৈত্রের শেষে বৈশাখ এসে
রাঙ্গিয়ে দিল ধরা
সু- স্বাগতম শুভ আগমন
নববর্ষ কে গ্রহন করো বন্ধুরা ।
যত জ্বরা- জীর্নতা সুখ- দুঃখ
হাসি কান্না ভুলে
পুরাতন বছরের পঞ্জিকাটা
শিকায় রাখো তুলে ।
পুরাতন বর্ষের যত লেনদেন
বাকি দেনা পাওনা
মিটিয়ে ফেল হালখাতা করে
করো নববর্ষের সুচনা ।
নববর্ষে নব উদ্দ্যমে
সামনে এগিয়ে যাও
ভাই বন্ধু সবাই মিলে
নব জাগরনের গান গাও ।
যুদ্ধ নয় শান্তি চাই
আনবিক বোমা নয়
মানবিকতা চাই
অসি নয় মসি চাই
আমরা সবাই ভাই ভাই ।