অগ্নিবীনার চারণ কবি

বাংলার বুল বুল,

মানুষের কবি

হে আমার প্রিয় নজরুল ।



এসেছিলে তুমি

আমাদের মাঝে,

আলোর মশাল লয়ে

চেতনা মদের দিয়েছো তুমি

গানের ছন্দ হয়ে ।


স্বাধীনাতার শৃঙ্খল ভাঙতে

গেয়েছো তুমি,

শিকল ভাঙার গান ।

তাইতো স্বাধীনাতা ছিনিয়ে আনতে

গর্জে উঠেছিল সেদিন,

ভারতবর্ষের লক্ষ কোটি প্রান ।