নীড়হারা নীড় সন্ধানী সদা করেন
নীড়ের সন্ধান,
কবি নয় তবু কবি কবি ভাব
তুসার আহসান ।
নাচতে জানেনা শিরিন বুবু
তবুও নাচার ভাব,
হাঁড় কিপটে শান্তা আপু
কেবল খোজেন লাভ ।
ডাবলু কাজী ভীষন পাজি
ঝগড়াটে তার স্বভাব,
তালপাতার সেপাই সান্ত মিয়ার
নায়ক নায়ক ভাব ।
নাক চেপটা হিরা আপুর
চক্ষু ছোট অতি
ভাই বোনদের নামের ছড়া
এখানেতেই ইতি ।