======আমি ইডিয়ট ======
আমাকে একজন রবীন্দ্রনাথ দাও,
বাইতে পারি যেন সোনারতরী নাঁও।
আমাকে এনে দাও বিশ্বের বিশ্বকবি,
ফ্যালফ্যালিয়ে দেখবো আলোকিত রবি।
আমাকে নিয়ে যাও, দিতে ঠাকুরকে মালা,
বিনিময়ে দেব আমি বিশ্বকবির সোনার বাংলা।
আমাকে দাও এক নজরুল উপহার,
শান্ত বুলবুলিকে আমি, ফিরিয়ে দেব তার।
এনেদাও দুঃখুকে, ঝাঁকড়া চুলের বাবরি বেশ,
তোমাকে দেবো আমি, তার সোনার বাংলাদেশ।
আমাকে দাও চিরদূর্দম, দুর্বিনীত, বিদ্রোহী কবি,
আমি করিব শান্ত দিয়ে প্রজ্জ্বলিত অগ্নিশিখা রবি।
এনে দাওনা মোরে নাটোরের বনলতা সেন,
আবার আসিব ফিরে করিতে তারে লেনদেন।
জীবনানন্দকে আনতে সাথে ভুলিওনা ঐবেলা,
সাথে বসে দেব তোমায় তার রূপসী বাংলা।
জানাও আমার পক্ষে, জসীম উদ্দীনকে আমন্ত্রণ,
নেব তারে আমার ছোট্ট শীতল গাঁয় দিয়ে নিমন্ত্রণ।
যাব সেথা গাছের ছায়ায়, ডালিম গাছের তলে,
সোনামুখ শুয়ে আছে,  ভিজে নয়নের জলে।
নেবে তুমি ভাই নেবে মোরে আসমানির ধাম,
খুশী হবো খুব, দেব তোমায় ভাই পল্লীগ্রাম।
আমাকে নিয়ে যাও কপোতাক্ষ নদের ধারে,
মধুসূদনকে খুঁজে নেব আমি ঐ নদের পাড়ে।
সতত মধু, নদের কথা ভাবে প্রবাস বিরলে;
দেখেছে বহু, তবে মিটেনি তৃষ্ণা কারো জলে।
আমি করতে চাই তারে দেশপ্রেমের শাকিতে মত্ত,
আমাকে এক্ষুনি এনে দাও মাইকেল মধুসূদন দত্ত।
আমাকে এনে দাও শেক্সপিয়ার মিলটন এলিয়েট,
ছি বলছি কি,তারা নয় বাংলার, আমি কি ইডিয়ট!


--জাহিদ চৌধুরী
১৭ জুন ২০২১ রাতঃ ২ টা।