~~~~আসল কান্ডারী~~~~~
সব কিছুতেই আহাজারি,
কিভাবে পায় তাড়াতাড়ি।
তাইতো কাদা ছোড়াছুড়ি,
পেতে গিয়ে তড়িঘড়ি।
কাজে নেই সরাসরি,
ফল নিয়ে মারামারি।
শুরু করে কাড়াকাড়ি,
রূপে পরে ধরাধরি।
নেয় হাতে ছুরি,
শুরু হয় অনাচারী।
ভাবে তখন কোর্টকাছারি,
পরিনামে বনে ভিখারি।
আবদার মামার বাড়ী,
মামা দেবে হাতভরি।
সবখানে কথার ফুলঝুরি,
বিচারে সবই মিথ্যাচারী।
এতো কেন কথাসঞ্চারি,
অ-কাজে নেই মঞ্জুরী।
কাজে যাও গগনজুরী,
খুঁজতে থাকো পাতালফুঁড়ি।
করো বাছা দৌড়াদৌড়ি,
কাজে গাড়ো খামারবাড়ি।
হবে ফলের ছড়াছড়ি,
ভোজনে উদ্বেল ভুরি।
খাও সব উজার করি,
কাজে নহে  কভু চুরি।
চারিদিকে দেখো হেরি,
কাজ বোঝাই সব ফেরী।
বিনাকাজে নেই দিশারী,
কাজে  হও আসল কান্ডারী।
--------------------- 🖊
জাহিদ চৌধুরী
খুলশী,  চট্টগ্রাম
ফেব্রুয়ারী ২৬, ২০২৩