~~~~~~চরিত্র বদল~~~~~~~~
কুকুরের লেজ, সোজা হলো শেষমেশ,
খুশীতে ডগমগিয়ে হাসলো বাবু দিনেশ।
হবেনা বাবু হবেনা, শুধালো ভৃত্য ধনা,
হবেনা মানে? চোঙ্গায় দেখো লেজখানা।
একেবারে সোজা, আলোকরশ্মির মতো অবক্র,
দেখেছি বাবু, সোজা নয়, চুপসে কুটিল চক্র।
বলিস কি ধনা, মূর্খ তুই, আছে কি জানাশোনা,
চোঙ্গার চাপে, হবে সাপে'র মতো টান-টানা।
কুটনীতির চক্রের পরিনতি, এবার হবে অবনতি,
বিড়বিড়ে কহে ধনা, বুঝলোনা! হবেনা সুমতি।
কি যেন বললি, শুনলাম শব্দ, কি যেন 'সুমতি',
হতেই হবে, দেখ্ হয় কি, এবার লেজের পরিনতি।
না বাবু না, হবেনা হবেনা, এ'লেজ কভু সোজা,
বাঁকা চরিত্র, ঝাঁকে উড়ে হাঁকিয়ে নেয় মজা।
চোঙ্গায় ভরুক গঙ্গায় ফেলুক চরিত্র একটায়,
স্বরূপ রূপে ফিরবে, যখনই সে সুযোগ পায়।
চরিত্র বদলানো, নয় এতো সহজ ট্যারা ঘাড়ে,
কথায় আছে, লেজ সোজা হয়না বারো বছরে।
এ তার চরিত্র, নিজ ভাব স্বভাবের পরিস্ফুটন,
বারো নয় জীবন বছরেও হবেনা পরিবর্তন।
ককুরের লেজ শেখালো সমাজকে হয়ে বাঁকা,
চরিত্র বদলে যাবে, আশা, একেবারে ফাঁকা।
.......................🖊
জাহিদ চৌধুরী
২১ ফেব্রুয়ারী ২০২৩