==========কেন এতো==========
জন্ম আমার মাটির ঘরে একখানা গ্রামে,
যাবও একদিন 'মাটির ঘরে' থাকবোনা ধামে।
এসেছি ক্ষণিকের তরে এ অবনি 'পরে, 
নিয়ে যাব শুধুই আমল যা করেছি জীবনে ভরে।
করিনি কোন আমল যা মোরে করবে পার,
আল্লাহ, ক্ষমা করো মোরে আমি গুনাহগার।
তোমার দেয়া জীবনে চলেছি অনাচারে,
রেহাই নেই মোর শেষদিনে তোমার বিচারে।
ছুটেছি চলেছি প্রকাশে নিজ নাম,
মুছে যাবো আমি থাকবে এ'ধাম।।
তবে কেন ছুটে চলি কেন এতো আশ,
কেন এতো মন্ত্রণা অচিরেইতো হব লাশ।
কেন কুড়াই নাম কেনইবা চাই মালা,
কেন করিনা চিন্তা কি দিয়ে পুরেছি থালা।
কেন এতো হিংসা কেন এতো বিদ্বেষ,
কেন আসেনা মনে ছাড়লাম শেষ নিঃশ্বেস।
কেন করি চিন্তা জীবন কি কি পেয়েছি,
কেন ভাবিনা এতটুকু আমি কি দিয়েছি।
কেন এত চতুরতা, কেন এতো বাজনা,
কেন ভাবিনা শেষ বিচারে প্রদেয় খাজনা।
কেন এতো দাপট, কেন এতো অহংকার,
কেন ভাবিনা যেতে হবে ঘরে, ঘোর অন্ধকার।
পবিত্র কোরান কহে অহংকার আল্লাহর ভূষণ, 
কেন আমরা পারিনা তা,  করতে মনে পোষণ।
নাই নাই চাই চাই খাই খাই আরো পেতে হবে,
হায়রে মানুষ দেখ ভেবে একদিন যেতেই হবে।
সময় আছে কত মোর হাতে রয়েছে অজানাই,
চলো সবাই ভালো পথে আল্লাহর কৃপায়।


জাহিদ চৌধুরী,  
জানুয়ারী ১৭, ২০২০