=====ক্ষমিও মোরে======
মনের গহীনে খুঁজি তাঁরে,
অহর্ণিশি দেখতে চাই যাঁরে।
আমার হৃদয় মাঝে তব আসন,
তবুও দেখতে পায়না আমার নয়ন।
মাঝেমাঝে মনে দেখি তব, পড়েনা আঁখি পলক,
সবসময় দেখিনা, মনে বিঁধে যবে চোখের ঝলক।
কে তোমায় রাখে ঢেকে, আমার এ ব্যকুল চিত্তে,
আমি যে আছি, উপভোগের উন্মাদনা নৃত্যে।
সম্মুখে সদা মোহ-আলো, ডাকে দিয়ে হাতছানি, 
আমারে করেছে কাতর, অন্ধত্বে মন চোখ দু'খানি। 
কিছু সময় পড়ি লুটিয়ে, আঁকড়ে ধরি তব পা,
অল্পতেই ভুলে যাই, তোমায় আর মনে দেখিনা।
ক্ষমিও মোরে দূর্বল আমি, নিবেদন করি হে প্রভু,
মমচিত্ত বিকাশিত করো, ভুলিনা তোমায় যেন কভু।
ঊন প্রত্যয়ে মম চিত্তে, ভুলি তোমায় বারেবারে,
আনৃশংস্য, দিওগো মোরে তব কৃপা কুন্ঠা পরপারে। 


-জাহিদ চৌধুরী 
০৭ অগাস্ট ২০২১