======অযোগ্য  কবি ========
              (রম্য কবিতা)
না আর লেখা নয়, নয় কোন কবিতা,
দিতে হবে মস্তিষ্ককে সুশান্ত নীরবতা।
মস্তিষ্কের স্নায়ুকোষ বেশ ফেঁপে উঠছে,
শব্দের ছন্দ মিলাতে তরে তরে কাঁপছে।
বিনিময়ে নিদ্রাহীন যায় বিভাবরী,
মস্তিষ্ক শিথিলে নেই ঘুমের বড়ি।
ছন্দ মিলাতে শানু'র সাথে রানু, আদলে বাদল,
লিসা'তে দিশা, জসীম'এ যায় অসীম, অবিকল।
থাকতে হবে ভাব, মর্ম, লয়ে মাধুরীময় ছন্দ,
মিলাতে চাপ, দ্বন্দ্ব, মনোস্বাস্থের জন্যে মন্দ।
হাত করে শিরশির, কিলবিল করে মগজ,
এতো চাপ নেয়া, কবির পক্ষে নয় সহজ।
রাখ্ তোর কবিতা লেখা, প্রশান্তিতে থাক্,
মাথা থেকে ছন্দের মন্ত্রতন্ত্র, নিপাত যাক।
বেহাল দশা! কবি দেখে মশা, ভাবে এটা মাছি!
এতো দুরবস্থায় যেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
অশান্ত মস্তিষ্কের কবি'র, অশান্ত হৃদয়,
অযোগ্য কবি, কবিতার এখানেই লয়।
-জাহিদ চৌধুরী
১২ জুন ২০২১