=======পাগলের হাসি========
আমি দেখেছি রাস্তার ধারে বসা এক পাগল,
বিড়বিড় করে, নিজেই কথা বলছে অনর্গল।
কি বলছে সেই জানে, তার সিদ্ধান্ত সেই নেয়,
আমাদের মতো, সলা-পরামর্শের বালাই নেই।
মন যা চায় করে তাই, কারো পানে নাহি চায়,
পাছে লোকে কিছু বলে, নেই তার চিন্তায়।
স্বাধীন চিন্তার মুক্ত মানুষ, নেই তার কোন ভয়,
যেখানে খুশী সেখানে, ইচ্ছেমতো বানায় আলয়।
নেই তার চাওয়া-পাওয়া, নেই কোন হিসেব-নিকেশ,
মনের মাধুরী মিশিয়ে ঘুরে, উষ্কখুষ্ক মাথার কেশ।
নেই তার দুঃখ,নেই কোন হাহুতাশ, চুপচাপ রয়,
মাঝে আবার হেসে বেড়ায়, যেন এক অব্যক্ত অব্যয়।
অবচেতন মনে, আমাদের পাশে কাটে তার দিন,
মোদের মতো নেই কোন চাপ, নেই কোন ঋণ।
যত সব দুশ্চিন্তা, দ্বন্দ্ব, কান্না আমাদের আশে,
তাই বোধহয় আমাদের দেখে, মাঝেমধ্যে সে হাসে।
---জাহিদ চৌধুরী
২৮ জুন ২০২১