====সংস্কৃতির বিবর্তন ======
'সেভেন আপ' এর সবুজে কাঁচের বোতল, 
চিকন দড়ি দিয়ে গলায় পেচিয়ে বাধা হাতল।
আঙ্গুলে পেচিয়ে বিকেলে নিয়ে যেতাম হাটে, 
কেরোসিন ভরে বোতলে ফিরতাম গৃহ বাটে।
হারিকেনে তেল ঢেলে শুকিতাম আঙ্গুল কতো,
কি এক মিষ্টি গন্ধ ছিল, নাকে রাখতাম ধরে যত।
মাদুর বিছিয়ে টিম টিম আলোতে, হতো লেখাপড়া,
গৃহের বড় জনদের চোখকান ছিল, একেবারে খাড়া।
আজ আর নেই, সেই কেরোসিনে জ্বলা হারিকেন,
নেই সেই সব চোখকান, নেই বড়দের সেই ঘেন ঘেন।


চাকার ধাতব রিং, চিকন কঞ্চি, রিং চলে গুরগুর,
দিন রাত মত্ত ছিলাম, সাথীরা মিলে যেতাম বহুদূর। 
প্রচল আজো কিছুটা দেখা মিলে, খাঁটি গ্রামাঞ্চলে,
কিংবা শহরে নিন্মবিত্ত বা বস্তির কিশোর দলে।


এরা কি বলতে পারে, কাকে বলে ডাংগুলি,
তাতো ছিল আমাদের, এদের আছে গাঙ্গুলি। 
দাড়িয়াবান্ধা, কুতকুত, লাটিম, গোল্লাছুট, গগনে ঘুড়ি,
খাবার শেষে রাতে দাদীর গল্প, কি করে চাঁদের বুড়ী।


আজ আর নেই, কালের প্রসারে সংস্কৃতির বিবর্তনে,
এদের মন যে আটকে গেছে মিডিয়ায় অতি যতনে।


……................…     
জাহিদ চৌধুরী 
২২ জানুয়ারী‘ ২০২৩
ফ্লোরিডা,  আমেরিকা