আজ আকাশে আর মেঘ উড়ে না
পেট্রোল বোমার ধোঁয়া উড়ে।
আজ গ্যাসের আগুনে চুলা জ্বলে না
গার্মেন্টস কারখানা যায় পুড়ে।
আজ নদীর বুকে জলযান নেই
বন্দরে বন্দরে তবু পাহারা
আজ রেলপথে রেল বন্ধ
রেল স্টেশনে নিরাপত্তা কড়া।
আজ রাস্তা দিয়ে যান চলে না
যান পোড়াতে মানুষ চলে।
আজ সত্য কণ্ঠ কথা বলে না
রাস্তা গরম পেটবাজদের শোরগোলে...।।
আজ গনমাধ্যমে সংবাদ কত
সত্য একটি, মিথ্যা বলছে শত শত
গনতন্ত্র আজ স্বৈরতন্ত্র
আর, নিরীহ মরছে অবিরত।


জনজীবন অতিষ্ঠ, ক্লান্ত ক্লিষ্ট, যাতনায় ভস্ম
তনুমন রুষ্ট, ঘৃণিত নিকৃষ্ট আজকের বিশ্ব।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৭ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।