জানিনা কোন সে আশায়
আমায় নিয়ে মাতলে অতৃপ্ত খেলায়
আমি কি আজ তোমার শৈশবের সেই পুতল
খেলে যাচ্ছ আমায় নিয়ে, যখনি মনে চায়...।।
যেমনি করে পুতুলের বিয়ে হতো তোমার খেলায়
খেলা শেষে, আলুথালু বেশে পড়ে থাকত খাটের তলায়,
তেমনি আমিও কি তোমার জীবনে পুতুল পুতুল স্বামী
যখন ইচ্ছা টানলে বুকে, ফেলবে ডাস্টবিনে মনের হেলায়।
কিন্তু জেনে রেখো, জীবনটা পুতুল খেলা নয়
এখানে একটি ভুলেরও চরম মূল্য দিতে হয়,
এবেলায় যে ভুল করলে আমার সাথে
ওবেলায় হয়ত তা আর শোধরাবার নয়...।।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১২ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।