চেয়ে দেখ মেঘের দিকে
বাতাসে মিশে গেছে সে,
ভেবে দেখ পরস্পর আলিঙ্গনে
কত ঘনিষ্ঠ, কত আপন যে।


চেয়ে দেখ ভোরের আকাশ
আলোর রেখা ফুটল ঐ,
আলো আঁধার মিশে আছে
এত আপন পাবে আর কই?


চেয়ে দেখ উত্তাল সাগর
নীলে নীলে করছে খেলা,
আপন রঙ, আপনার মাঝে
আপন সুরে ডাকছে সারা বেলা।


চেয়ে দেখ মাটির বুকে
জন্মিছে শত সহস্র চারা,
কত মমতায় আঁকড়ে আছে
এমন আপন নেইকো তাকে ছাড়া।


চেয়ে দেখ তোমার সামনে
কত আশায় দাঁড়িয়ে আমি একজন,
পর হয়েও যায় যদি সবাই
তবু রইব, শুধুই তোমার আপন।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৬ জানুয়ারি, ২০১১ ঈসায়ী।