শুষ্ক হাওয়া খরতাপে
শুকিয়ে গেছে গাছটা-
অন্তঃসার শুন্য হয়ে
দাঁড়িয়ে আছে দেহটা।
শুকনো পাতার মরমর স্বরে
দুঃখে ভরে মনটা;
তাম্রবরণ গাছটা দেখে
জলে ভিজে চোখটা।


আর আমি......
আজ সেই গাছটার মত,
শুধুই দাঁড়িয়ে আছি
কষ্ট পেয়ে কত।
কষ্ট পেলাম......
হয়তবা শেষ বারের মত-
যে কষ্ট দিল তাকে
কিছুই বলব নাতো।
সে আমার এমনি একজন!
তার তরেতে সকল সুখ
দিতে পারি বিসর্জন—
তার তরে শুভ কামনা
করি সর্বক্ষণ...
সে আমার নয়ত পর
সে আমার প্রিয়জন।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
৩০ অক্টোবর, ২০০৮ ঈসায়ী।