তখন আঠারো
কত মন্ত্রণা, কত যন্ত্রণা, কত কাহিনী-দস্যু বাহিনী,
মনেতে হয়েছিল জড়ো।


কামনার দুঃস্বপ্ন
কত জল্পনা-কল্পনা-পরিকল্পনা একেছিল আল্পনা,
ছিলাম যদিও রুগ্ন।


এখন তেইশ
সুপ্ত কিছু ভাষা, উন্মুক্ত চাওয়া, দৃঢ়তায় কিছু পাওয়া,
অপেক্ষার অবশেষ।


তবু দীপ্ত আশ (আশা)
একটু সুখ, একটু দুঃখ, একটু আবেগ-ভালবাসার বেগ,
হয়ত পূর্ণ, নয়ত থাকে না তার লেশ।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১২ ডিসেম্বর, ২০১৩ ঈসায়ী।