মানুষ; কি তুমি চাও?
কিসে তোমার আশা?
কিসে তোমার আনন্দ?
অজানা ভালবাসা।
পেতে চাও যদি
সুখ, আনন্দের নদী,
ইচ্ছার সাথে প্রচেষ্টা
আর দোয়া করো নিরবধি।


না পাও যদি তবু-
নিরাশ হয়োনা কভু
চেয়েছ তুমি তাঁর কাছে,
যে সকল কিছুর প্রভু।


তবে চাইতে হবে একমনে
চাইবে না কভু অন্যজনে,
পাবে তুমি অবশ্যই একদিন
বিশ্বাস রেখো প্রাণে।
ভয় করো না মিছে
চাও যদি তাঁর কাছে,
যে করেছে সৃজন মহাবিশ্ব
সে তোমার সহায় আছে...।।


কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
০৪ জুন, ২০১১ ঈসায়ী।