একটা যুগ,
না কম হল-
একটা শতাব্দী;
কি করে চলে গেল?
তোমায় না দেখে,
তোমার আড়ালে।
একমাস হল! মাত্র!
তুমি বললে।
কিন্তু আমার যে মনে হল
কয়েকটা যুগ-
শতাব্দীর কাছাকাছি
নিমেষেই কেটে গেল।
ছিলেনা এতটা সময়
দেখা দাওনি নয়নে,
বুঝি না পাঁচ যুগের জীবনে
শতাব্দী কেটে যায় কেমনে?
তোমার অলক্ষ্যে
ছোট হয় কি সময় রেখা!
অন্তর, আত্মা, হৃদয়, মন ব্যাকুল
শুধু পেতে তোমার দেখা।


সৈয়দপুর, নারায়ণগঞ্জ।
২৭ এপ্রিল, ২০১৩ ঈসায়ী।