আকাশ ফুঁড়ে
পাতাল চীরে,
আসে যদি কোন বীর;
বর্শা মেরে
তীর ছুড়ে
ধরাতে পারবে না মনে
একটু খানি চীর।


লৌহ মানব
দৈত্য দানব
আসে যদি কভু,
মানবে না হার
ভাঙবে না মন
অটুট রবে তবু।


তাণ্ডব ভরা
বজ্র ধারা
আসে যদি নেমে,
মনের পালে
কঠিন ঢালে
এসেই যাবে থেমে।


কষ্টের সুর
বেদনা বিধুর
করতে চায় যদি মন,
শক্ত হাতিয়ার
পোক্ত ভাবে
মোকাবেলা করবে সেই ক্ষণ।


অভাবের ধোঁকা
লাঞ্চনার পোকা
বাসা বাঁধে যদি,
স্বভাবের শক্তি
দিবে মুক্তি
রইবে মন আসল আদি।


তবে
যদি কোন দিন
আসে সেই দিন
ভাঙ্গে মনের সেই আশা
স্বর্গের রাজ্য;
মর্গের দুর্গ-
হয়ে যাবে; যেন
ধুলির তৈরি বাসা।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৪ জুলাই, ২০১০ ঈসায়ী।