আঁধারের মাঝে দাঁড়ালে
যায়না কাউকে  দেখা,
জীবনের সুন্দর পথটা হারালে
নিজেকে মনে হয় বড় একা!!!


সাগরের পাড়ে দাঁড়ালে
যতদূর চোখ যায় শুধু ফাঁকা,
চারদিকে কেন এত শোঁ শোঁ ধ্বনি
মাঝখানে কে ঐ একা!!!


আকাশের পানে তাকালে
চাঁদটা কুয়াশায় ঢাকা,
নিশ্চুপ হয়ে শুধু ভাবতে হয়
কেন মানুষ হয় এত একা!!!


জীবনের ডায়েরীটা বলে
কেন এমন বেঁচে থাকা,
কার জন্যে; কার কারণে
আজ সে যে একা!!!


একা! একা! একা!
চারদিকটা শুধুই ফাঁকা
তারপরেও শুধু অপেক্ষা
কবে পাব তার দেখা!!!



সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী।