মনে বড় আশা ছিল একদিন
একটি মাত্র আশা হয়ে তুমি ছিলে যেইদিন।


ছিল ধু-ধু শূন্য মরুভূমি বুকটা যখন
আশার গাছটা হয়ে ছায়া দিয়েছ তখন।
হঠাৎ এক পশলা বৃষ্টি তুমিই দিলে
তাই আশার শত শত চারা মনেতে খেলে।
এরাই যখন ধীরে ধীরে হল বড়
আশারুপ গাছটা তুমি মর-মর।
অবেলায় দিওনা দূরদেশ পাড়ি
শত আশা চাইনা আজ তোমায় ছাড়ি।
তাই কেটে কুটে পরিস্কার শত আশার পরগাছা
আমার হৃদয় ক্ষেত্রে একলাই হোক তোমার বাঁচা।
ভুল করেছিলাম যে বৃষ্টি দিয়েছিলে তুমি
শুধু তোমার জন্যই উর্বর করতে হত ভূমি।


আর নয় ভুল, চাইনা নতুন কোন আশা
একজন তুমি, হও আমার একটাই ভালোবাসা।


সৈয়দপুর, নারায়ণগঞ্জ।
২৯ এপ্রিল, ২০১৩ ঈসায়ী।